Header Ads

চিন্তাধারা

মানুষ যখন নিজের অবস্থান হারায়,তখন সে তার আগের অবস্থানে কিছুতেই ফিরে যেতে পারে না।যতই আপ্রান চেষ্টা করুক না কেন...!!!তার সমস্ত জ্ঞান মৃত আগ্নায়গিরির মত নিষ্ক্রিয় হয়ে যায়।ফলে সে যতই পরিশ্রম করুক তা কখনই জেগে উঠবে না। তার অবস্থান তাকে রাখলেও তাকে সবার কাছে বোঝা মনে হয়।
কোন এক জায়গায় এই ব্যাপারে একটা উত্তরটা পেয়েছিলাম,উত্তরটা এমন ছিল যে,তুমি যখন ছোট ছিলে তখন কিছুই জানতে না।তোমার যা ছিল সবি নতুন।সেটার ব্যবহার মনের আনন্দে করতে কিন্তু যখন তোমার কাছে সবসময় সেটাই চাওয়া হবে তখন নিজের জগতেই নতুন একটা পরিস্থিতির উদয় হয় যেটা তোমাকে আনন্দ না প্রত্যাশাই উপহার দিবে।তোমার মনের আনন্দ আর সত্তার উপর আঘাত দিবে। উত্তরণ শুধু একভাবেই সম্ভব নিজের কিছুই না জানা দিনগুলোয় কিভাবে অল্প জ্ঞানে সর্বোচ্চ চেষ্টায় নিজেকে জয়ের দিকে নিয়ে যাওয়া দিন গুলো। এটাই আমার কাছে এর উত্তম ওষুধ মনে হয়.....।

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.