নিজেকে অন্যের কাছে আমার সম্পকে তুলে ধরাই আত্মমর্যাদা ....
বন্ধুত্ব আমার কাছে হাসাহাসি,ঝগড়া,ভুল বোঝাবুঝি,সমর্থন আর সহায়তা....
এখন বন্ধুত্ব এর সাথে আত্মমর্যাদা মিলালে সেটা আর বন্ধুত্ব এর মাঝে না থেকে সেটা কলিগের হয়ে যায়.....
আমি আমার বন্ধুর সাথে হাসাহাসি,রাগানো,কোন কিছু নিয়ে মজা করতেই পারি.....স্বাভাবিক
পরিণত হওয়া মানে কি...?
আমার কাছে এর অথ সময়ের সাথে নিজেকে মানিয়ে চলা....
যখন মানুষ পরিণত হয় তাকে কখনও বলতে হয় না তুমি এটা কি করলা....
প্রসঙ্গিকভাবে এত কথা বললাম কেন..?
আমি যদি বন্ধুর সাথে নিজের আত্মমর্যাদা,পরিণত হওয়া দেখাই তাহলে সে বন্ধুত্ব্ না থাকাই ভাল....কারণ তুমি আমার বন্ধু তোমার সাথে যদি আমি সাধারণ মজাই করতে না পারি তা হলে তোমার বন্ধু হওয়ারই প্রয়োজন নাই।এটা ভাইবো না তুমি অন্য কোথাও এটা দেখাইলে সম্মান পাবা না,পাবা আবার এটাও দেখতে পার যে তাদের আত্মমর্যাদা,পরিণত হওয়ার কাছে তুমি কিছুই না।ভাই পরিণত সবাই হয়,আত্মমর্যাদা সবারি থাকে কিন্তু তাদের কাছে সেটার মানে একএক রকমের হয়।হুম মানি হয়তো কারো অবস্থা,পরিস্থিতি জ্ঞান কম থাকে।তাই বইলা ফ্রান্ড সারকেলে এর মাঝে বইলা কাউকে অপমান করতে পার না...
পরিশেষ এ যে এ রকম আছেন তারা বন্ধুত্ব না করাই ভালো....
No comments